জীবনের দীর্ঘ পথে হেঁটে আসার গল্প নিয়ে রচিত 'স্মৃতিসুধা'। লেখক ১৯৫৬ সালে মফস্সলে জন্ম নিয়ে এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন। জীবনের প্রতিটি বাঁকে অসংখ্য মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ, বিচিত্র অভিজ্ঞতা, আনন্দ-বেদনার স্মৃতিগুলোই এ বইয়ের মূল উপজীব্য। লেখকের স্মৃতির জানালায় উঁকি দেয় দুধ-বিক্রেতা, রুশ তরুণী, ১৯৭১-এর শহিদের মৃতদেহ কিংবা ধানের বোঝা নিয়ে পথে চলা এক কৃষক- যাদের প্রত্যেকের জীবন একেকটি গল্প, একেকটি উপন্যাস।
এই বই শুধু লেখকের নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা সাধারণ ও অসাধারণ মানুষেরও আখ্যান। প্রত্যেক জীবনের গল্পের ভিন্নতা ও গভীরতা পাঠককে ভাবাবে। লেখক বারবার খুঁজে ফেরেন সেই মুখগুলো, যারা তাঁর জীবনের অংশ ছিল বা হতে পারত ।
নিজ জীবনের আখ্যান হলেও, পাঠক অবচেতন মনেই পাবেন মুক্তিযুদ্ধ-পূর্ব পূর্ব বাংলার আর্থসামাজিক অবস্থার চালচিত্র, ধর্মীয় পরিচয় ডিঙিয়ে "বাঙালির” অসাম্প্রদায়িক আত্মপরিচয়, মফস্সলে জন্ম নেওয়া এক বাঙালির বিশ্ব নাগরিক হয়ে ওঠার মনোজ্ঞ গল্প। এ বইতে জীবনকে নতুন করে দেখা, উপলব্ধি করা এবং তার সৌন্দর্য খুঁজে পাওয়ার এক নিখুঁত বর্ণনা পাওয়া যাবে। যা পাঠককে ভাবাবে, আলোড়িত করবে- জীবন ছোট হলেও তা কত বৈচিত্র্যপূর্ণ!