কথাসাহিত্যিক সালাদীন ১৯৩৪ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম বই বেলাভূমি (১৯৫৯)। এরপর একে একে প্রকাশিত হয় কালজয়ী উপন্যাস সাঁচিবন্দর ফার্স্ট লেন (১৯৫৯), বারংবার (১৯৬০), বৃত্ত ও বিন্দু (১৯৬১), অববাহিকা (১৯৯২), মোহনা ও বদ্বীপ (২০০২)। তিনি বিশ^খ্যাত লেখক খলিল জিবরানের আধুনিক ক্ল্যাসিক দি প্রফেট (১৯৯২)-এর অনুবাদক।