আবুল
বরকত বাহান্নর ভাষা আন্দোলনের শহিদ। ২২ বছরের সজীব ও সপ্রাণ বরকত আন্দোলনের মিছিলে
সম্মুখভাগে ছিলেন এবং আন্দোলন দমনকারীদের হাতে গুলি খেয়ে শহিদ হন। তাঁর সঙ্গে আরো কয়েকজন
তরতাজা যুবক প্রাণ দেন। সেই ইতিহাসচিহ্নিত দিনটির অর্জন আমাদের বাংলা ভাষাকে গৌরব এনে
দিয়েছে শুধু নয়, বিশ্বের সমস্ত ভাষার প্রতিনিধিত্ব করেছে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'
(একুশে ফেব্রুয়ারি) হিসেবে। বিশ্বে সাড়ে ছয় হাজার ভাষায় মানুষ কথা বলেন। প্রতিদিন এক-আধটা
ভাষা বিলুপ্ত হচ্ছে। একুশের এই দিনটি সমস্ত ভাষার মানুষকে মাতৃভাষার মর্যাদা এনে দিয়েছে।
নিজের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন যেসব শহিদ, তাঁদের কথা আমরা কতটুকু জানি?