প্রতিটি শিশু মানবজাতির অস্তিত্বের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা নিয়ে পৃথিবীতে আসে। শিশুর জন্ম আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের সংযোগ বি”িছন্ন হয়ে যায়নি।
মানবশিশু পৃথিবীতে আসে অপার সম্ভাবনা নিয়ে। তবে তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক যত্ন, সুরক্ষা ও ভালোবাসা। অন্যান্য প্রাণীর মতোই মানবশিশু জন্মের সময় থাকে অসহায় ও নির্ভরশীল। তাকে সঠিক খাদ্য, আশ্রয় ও যত্ন দিয়ে সু¯’-স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথ করে দিতে হয়।
অনেক শিশু জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসতে পারে। আবার অনেকের শৈশবে দেখা দেয় নানা শারীরিক বা মানসিক সমস্যা। এসব সমস্যা সময়মতো শনাক্ত করা এবং সঠিক পদক্ষেপ নেওয়া শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকাই প্রধান। শিশুর সমস্যা যত দ্রুত সঠিকভাবে অভিভাবকদের নজরে আসে, তত দ্রুত তার সমাধান সম্ভব হয়।
এ বইয়ের উদ্দেশ্য হলো প্রাসঙ্গিক তথ্য ও নির্দেশনা দিয়ে অভিভাবকদের সচেতন করে তোলা যাতে তারা তাদের সন্তানদের যেকোনো শারীরিক বা মানসিক সমস্যা দ্রুত চিহ্নিত করে উপযুক্ত ব্যব¯’া নিতে পারেন।
যদি এ বই আপনাদের উদ্বেগ কিছুটা লাঘব করতে পারে এবং আপনাদের শিশুর সু¯’-স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সামান্যতম ভূমিকা রাখতে পারে, তবে আমার এই প্রয়াস সার্থক বলে মনে করব।
আকুতাগাওয়া রিউনোসুকে এর কালজয়ী গল্প ও উপন্যাস থেকে আপনার পছন্দের বইটি কিনুন। তার লেখা আপনাকে গভীর চিন্তায় ডুবিয়ে রাখবে,অভিজ্ঞতা প্রদান করবে, আজই সংগ্রহ করুন!