যাদের সিনেমার জার্নি শেষ হয়ে গেছে, তাদের সামগ্রিক কাজের সঙ্গে বোঝাপড়া করতে, নিজস্ব ফিল্মিভাষার অধিকারী এমন মাস্টার ফিল্মমেকারদের নিয়েই এই সিরিজ। এবারের আয়োজনে মূলত লড়াকু মাস্টারদের দিকেই মনোযোগ দেওয়া গেল। এদের কেউ কেউ চির-বিদ্রোহী, কেউ কেউ ব্যাপক নিন্দিত, কেউ কেউ নিরীক্ষা-অন্তঃপ্রাণ। তবু তাদের প্রত্যেকেই সৃষ্টি করে নিতে পেরেছিলেন একেবারেই নিজস্ব সিনে-রাস্তা। আর তাই তাদের সিনেমাগুলো শুধু দেখারই নয়, বরং বারবার পড়ার একেকটি তুমুল টেক্সট-বুক হয়ে উঠেছে।