জীবনানন্দের প্রকাশিত গল্পাবলি থেকে এই একগুচ্ছ গল্প চয়ন করলাম। ‘শ্রেষ্ঠ’ শব্দটি সব সময়ই আপেক্ষিক—এই ভরসায়। জীবনানন্দ তাঁর মৃত্যুর (২২শে অক্টোবর ১৯৫৪) মাস ছয়েক আগে (২০শে এপ্রিল ১৯৫৪) তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা’র ভূমিকায় লিখেছিলেন ‘শেষ পরিচয় লাভ সমসাময়িকদের পক্ষে নানা কারণেই দুঃসাধ্য।’ একথা যখন লিখেছিলেন জীবনানন্দ, তখন মনে হয়েছিলো এ-কথার উদ্দিষ্ট বুঝি তাঁর কবিতাই কেবল; এখন বোঝা যাচ্ছে, এর নিহিত তাৎপর্য গভীরতর—সেই তাৎপর্য এখন দিনে দিনে খুলে যাচ্ছে।