দেশবরেণ্য,স্বনামধন্য,জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ২১ শে পদক প্রাপ্ত মনিরুজ্জামান মনিরের লেখা জনপ্রিয় গানের সংকলন।
সংক্ষেপে এই বই
ভারতীয় গীতিকার মুকুল দত্তের লেখা একটি গানের লাইন ‘যেটুকু পেয়েছি আমি তাই সঞ্চয়’ আমার কাছে ভীষণ প্রিয় এবং প্রেরণাদায়ক। কেননা আমার লেখা গানের সংখ্যা সঠিকভাবে বলতে পারছি না, কারণ হিসেবে বলা যায় আমার সব গান সংগ্রহে রাখতে পারিনি। একটা সময় প্রচুর গান লিখেছি এবং গান রেকর্ডিংয়ের পর লিখিত আকারে রাখিনি, কখনো ভাবিনি গানের বই মুদ্রিত আকারে প্রকাশ করব। তাই রেডিও, টেলিভিশন, ইউটিউব, কণ্ঠশিল্পী মমিন বিশ্বাস ও আমার লেখা গানের অন্যান্য কণ্ঠশিল্পীর কাছ থেকে যে গানগুলো পেয়েছি তাই সঞ্চয়, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গানের বই প্রকাশে আমাকে সাহস দিয়েছেন, বইটির মুদ্রণ এবং প্রকাশ হওয়ার সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন তরুণ অথচ ব্যতিক্রমী গীতিকার, অনুপম রেকর্ডিং মিডিয়ার নির্বাহী কর্মকর্তা মহসীন মেহেদী। তার সহযোগিতা না পেলে বইটি হয়তো প্রকাশ পেত না। অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার মোঃ আনোয়ার হোসেন বইটির মুদ্রণ সহযোগী হিসেবে কৃতজ্ঞতার দাবি রাখেন। তরুণ কবি সৌম সরকারের পুঙ্খানুপুঙ্খভাবে প্রুফ দেখা আমাকে সত্যি মুগ্ধ করেছে। রেডিও, টেলিভিশন এবং মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো প্রকাশিত এই বইটিতে ঠাঁই পেয়েছে। এর ফলে, বিশেষত নবীন শিল্পীদের আমার লেখা চিরনতুন গানগুলো গাইতে সহজলভ্য হবে। কৃতজ্ঞতা জানাই প্রয়াত সুরকার আলম খান এবং আলাউদ্দীন আলী ভাইকে, যারা আমার লেখা অধিকাংশ গানে সুরারোপ করেছেন। তাদের আত্মার শান্তি কামনা করি।