‘দি ডার্ক রুম’ আর. কে. নারায়ণের একটি অনবদ্য উপন্যাস। একটি সামান্য বিষয়কে নিয়ে অসাধারণ সাহিত্য কীভাবে সৃষ্টি করা সম্ভব তা বইটি না পড়লে বোঝা যাবে না। উপন্যাসটিতে রমণী, তাঁর স্ত্রী, একজন সিঁধেল চোর ও তার স্ত্রী এবং একজন পূজারি ব্রাহ্মণের চরিত্র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন লেখক।
শান্তাবাই নামের চরিত্রটিকে দিয়ে তিনি মূল উপন্যাসে টানাপোড়েনের সৃষ্টি করেছেন, কিন্তু চরিত্রটিকে রেখেছেন খুবই পরিচ্ছন্ন। মূলত নবাবি আমলের ‘গোস্বাঘরের’ অনুকরণে ‘দি ডার্ক রুম’ বা অন্ধকার ঘরটিকে দেখাতে চেয়েছেন নারায়ণ।
সারাটা উপন্যাসে রয়েছে মানবজীবনের সাদামাটা সুখ-দুঃখ আনন্দ-বেদনার সংমিশ্রণ। উপন্যাসের যবনিকায় স্বাভাবিকতা এবং বাস্তবতা নিজস্ব স্থান করে নিয়েছে।