অবরুদ্ধ এক সময়। অবদমিত সময়। প্রতিমুহূর্তেই নিরাশা-হতাশা আর নিজস্ব নিগড়ে ছোট হয়ে থাকা। স্বৈরাচারী শাসনের কালে সমাজ-রাজনীতি-সংস্কৃতি-নন্দনসমেত চারপাশের সবকিছু যখন ভেঙে পড়ছিল ভেতরে ভেতরে, এই কাব্যগ্রন্থের অনেক কবিতা তখন লেখা, ২০২৩ ও '২৪ সালের বড় অংশজুড়ে। পরে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যখন আমরা স্বপ্নের মতো জেগে উঠলাম, এখানে ধরা আছে তার ভাষ্যও। আর নতুন সময়ের পাটাতনে দাঁড়িয়ে সবার মধ্যে যে প্রত্যাশা এবং আশাভঙ্গের আশঙ্কা, পঙ্ক্তিতে পঙ্ক্তিতে তা-ও কি ধ্বনিত নয়!
সব মিলেই তবু আমরা জেগে থাকবো কবিতা-বইটি। সামষ্টিক ও ব্যক্তিক পীড়ন, বিষাদ-বেদনা, বাসনা আর আকাঙ্ক্ষার মধ্য দিয়ে কীভাবে আমরা প্রলাপের মতো বেঁচে ছিলাম, বেঁচে আছি-স্বপ্ন দেখে বেঁচে আছি, স্বপ্ন ভেঙেও বেঁচে আছি এই কাব্যপুস্তক আমাদের সেই এলোমেলো, অস্থির সময়েরই সাক্ষ্য। কবিতাগুলোও তাই রচনাকালের ক্রম মেনে বিন্যস্ত নয়; বরং গেল দুই বছরের খণ্ড খণ্ড কাব্যের পরম্পরায় খানিকটা এলোমেলোভাবে এতে বলা হয়েছে একটি গল্পই, যে গল্প সময়ের।
সময়ের সেই গল্পের ভেতর প্রগাঢ় হয়ে আছে অনেক ক্ষত। চলুন পাঠক, ক্ষতচিহ্নগুলো ছুঁয়ে দেখি!