উকিল মুন্সীকে বােঝার জন্যই নদিয়ার ভাবের সঙ্গে তুলনা করলাম। নদিয়ার সঙ্গে মিল নাই বলে উকিল মুন্সীর ভাবের মূল্য কমে না। সেই ভাবকে তার নিজের জায়গা থেকেই বুঝতে হবে। ওয়াহিদ সুজনের বই সেই ক্ষেত্রে আমাদের বিপুল কাজে আসবে। সেই আশা করি। বিচ্ছেদ বা বিরহ ভাবেরও নানান রূপ, নানান বৈচিত্র্য উকিল মুন্সী তার ক্ষেত্রে অনন্য। সেই অনন্যতার জায়গা থেকেই তাকে বােঝা জরুরি। ওয়াহিদ সুজনের এই বইটি সেই ক্ষেত্রে আমাদের বিপুল কাজে লাগবে সন্দেহ নাই। আমার তাে অবশ্যই। সেই জন্য তাকে আগাম অভিনন্দন।
মাহবুব কবিরের জনপ্রিয় বইগুলো আপনাকে অনন্য সাহিত্যের স্বাদ দেবে। অর্ডার করুন এবং তাঁর বিশ্বে পা রাখুন। অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত! আজই সংগ্রহ করুন আপনার কপিটি।