ইসলামের দ্বিতীয় খলিফা মহাত্মা ওমর (খোদাতালা তাঁর প্রতি রেজায়ে কামেল হন) ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক যিনি ইতিহাসের পাতায় রাষ্ট্রনায়ক হিসেবে নিজের দুর্লভ আর অসামান্য আচরণের জন্য বিখ্যাত হয়েছেন। মহাত্মা ওমর তাঁর শাসনামালে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিয়েছিলেন রাষ্ট্রের মূল মালিক জনগণের কাছে। নিজে রাষ্ট্রক্ষমতায় স্রেফ একজন সেবক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। রাষ্ট্রের প্রতিটি পয়সার হিসেব তিনি পাই-পাই করে বুঝিয়ে দিয়েছিলেন রাষ্ট্রের মালিক জনগণের হাতে। পৃথিবীর ইতিহাসে ওমর এমন একজন শাসক যাঁর চরম শত্রুরাও তার প্রশংসা করেছেন দ্বিধাহীন চিত্তে। কোনো রাষ্ট্রে যখন স্বৈরশাসন কায়েম হয়, শাসক ফ্যাসিবাদী হয়ে উঠে, প্রতিষ্ঠিত হয় লুটতরাজের রাজত্ব তখন সাধারণ মানুষ ওমরের মতো একজন সেবক সুশাসকের কথা কল্পনা করে মনে প্রশান্তি পায়, যেভাবে তৃষ্ণার্ত মরুচারীর চোখের একমাত্র স্বপ্ন হয় নীলনদের মিষ্টি পানির ধারা।