কিছু বই রীতিমতো অ্যান্টিকস হয়ে ওঠে। তেমন একটি বই হলো- 'ভাওয়ালের ইতিহাস'। এটা শুধু প্রাচীনই নয়, আঞ্চলিক ইতিহাসের একটি আকর গ্রন্থ। বাংলা ভাষায় এলাকাভিত্তিক যত বই রয়েছে, এদের মধ্যে অন্যতম প্রাচীন হলো এটা। ১২৮১ বঙ্গাব্দে প্রকাশিত বইটির সমসাময়িক বই খুবই বিরল। অতীতে ঢাকা বিক্রমপুর নিয়ে অনেক ঐতিহাসিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর সিংহভাগই পুনর্মুদ্রণ ছিল। ঐতিহ্যের প্রচেষ্টায় তা নতুন করে পাঠকের সামনে হাজির হলো। ভাওয়ালের পাশাপাশি জয়দেবপুর রায়চৌধুরী জমিদার বাড়ির আদ্যোপান্ত বর্ণিত হয়েছে বইটিতে।