বিশিষ্ট লেখক মাহবুব তালুকদার তাঁর প্রয়াণের বেশ কিছুদিন আগে ঐতিহ্য-কে তাঁর স্মৃতি ও ভ্রমণকথার বেশ কিছু অংশ প্রকাশের জন্য দিয়ে যান। দুঃখের বিষয়, সেসব স্মৃতি ও ভ্রমণলেখা বই আকারে প্রকাশের আগেই তিনি অনন্তের দেশে পাড়ি জমান।<br> আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ভুটান ভ্রমণ : ড্রাগন রাজার অভিষেক বইটি প্রকাশ করছি। এতে লেখকের ভুটান সফরের অসাধারণ বৃত্তান্তের সমান্তরালে রাজতান্ত্রিক ভুটানের চেহারা ফুটে উঠেছে। আশা করি পাঠকের ভালো লাগবে।