bongobondhu jeneva o onnana,বঙ্গবন্ধু জেনেভা ও অন্যান্য
সংক্ষেপে এই বই
‘বঙ্গবন্ধু জেনেভা ও অন্যান্য’ বইটি বিভিন্ন রকমের কলামের সংকলন। বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণাঙ্গ কোনো বই নয়। তবে এই গ্রন্থের প্রতিটি কলামেই মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতীয়তাবাদের কথা সুস্পষ্টভাবে উঠে এসেছে। লন্ডনে অপারেশন শেষে বিশ্রামের জন্য বঙ্গবন্ধু জেনেভায় যে কদিন ছিলেন তারই আলোকে এ গ্রন্থে একটি নিবন্ধ রয়েছে। ১৯৭২ সনের ২১ আগস্ট সুইজারল্যান্ড সরকারের অতিথি হয়ে তিনি লন্ডন থেকে জেনেভায় গিয়েছিলেন। ১১ সেপ্টেম্বর তিনি সেখান থেকে ফিরে আসেন। জেনেভায় তিনি মোট বাইশ দিন ছিলেন। জেনেভায় যে হোটেলে বঙ্গবন্ধু অবস্থান করেছিলেন তার নাম হোটেল লা রিজার্ভ (ঐড়ঃবষ খধ জবংবৎাব)। বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। তাঁর জেনেভায় অবস্থানকালীন এই বাইশ দিন নিয়ে একটি আলাদা কাজ হতে পারে। এ গ্রন্থটি সে কাজের আঁকর গ্রন্থ হিসেবে ব্যবহৃত হতে পারে।