মেমোরি অব এরাইভাল (Memory of arrival) ছয় বছর নির্বাসন শেষে লেখকের জন্মভূমিতে প্রত্যাবর্তনের স্মৃতিচারণ। প্রত্যাবর্তনের পরের প্রকাশযোগ্য কতিপয় জীবন বাঁকের স্মৃতি রোমন্থন। এটা আত্মজীবনী নয়। আরও পরিষ্কার করে বলতে গেলে, এটা কোনো পূর্ণাঙ্গ আত্মজীবনী নয়। জীবনের নানা বাঁকের, একটি বাঁক মাত্র। যে সময়টিকে ঘিরে বইয়ের কুড়িটি অধ্যায় আবর্তিত হয়েছে; সেই সময়কে, সেই সময়ের সমস্ত ঘটনাপ্রবাহের সব কথা এখানে তুলে আনা হয়েছে তা বলা যাবে না। সব তুলে আনা সম্ভব নয় বলেই তুলে আনা যায়নি।