কবিতার সঙ্গে মানুষের সম্পর্ক জন্মান্তরের। ছাপা বই-এর প্রচলন হবার অনেক আগে, এমনকি যখন মানুষ লিখতে শুরু করেনি, তখনও কবিতা ছিল। নিজের মনের কথাকে অন্ত্যমিলের শিকল পরিয়ে ছোট পরিসরে ধরে রাখার চেষ্টা ছিল মানুষের।
আজকের যুগে অবশ্য কবিতা রচিত হবার পর হাতে লেখা হয়। যারা কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত তারা নিজের লেখাকে সেখানে লিখে রাখেন। ছাপা হয়ে বই-এর আকারেও প্রকাশিত হয় কবিতা। কিন্তু দীর্ঘদিনের অভ্যাসের কারণে আবৃত্তির একটা শিল্পরূপ তৈরি হয়েছে। আবৃত্তি ধীরে ধীরে একটি আবশ্যিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর নাম দেওয়া হয়েছে বাচিক শিল্প।
দীপংকর চক্রবর্তী এর সেরা বইগুলো এখনই অর্ডার করুন। কম মূল্যে প্রিয় লেখকের বই সংগ্রহ করুন এবং তার চিন্তাভাবনা ও সাহিত্যিক দক্ষতা উপভোগ করুন! আজই সংগ্রহ করুন ।