হিন্দি সাহিত্যের শক্তিমান ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রবন্ধকার আসগর বাজাহাতের জন্ম ১৯৪৬ সালে উত্তর প্রদেশের ফতেহপুরে। আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সাহিত্যে এমএ এবং পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতা করেছেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার হিন্দি বিভাগে। সেখান থেকেই অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন।
'জিস লাহৌর নঈ দেখ্যা ও জন্মায় নঈ' আসগর বাজাহাতের বহু অভিনীত একটি নাটক। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোকবর্তিকার মতো কাজ করছে এ নাটক। দেশভাগের বেদনা এবং অশুভ শক্তির বিপরীতে কল্যাণকামী শান্তিপ্রিয় মানুষের কণ্ঠস্বর হিসেবে সমাদৃত হয়েছে এটি।