দর্শকদের জন্য ‘এ কিউব অফ সুগার’ এমন একটি চলচ্চিত্র, যেখানে প্রতিটি প্রেক্ষাপট সহজসরল গল্প হিসেবে প্রতীয়মান হয়। সংলাপের পিঠে সংলাপ, একটির পর একটি ঘটনা দ্রুত ঘটে যাওয়া চলচ্চিত্রটির ভাষা বুঝতে না পারা দর্শকদের জন্য অত্যন্ত কঠিন একটি চলচ্চিত্র হিসেবে উপস্থাপন করেছে। অন্যদিকে ইরানি বিয়ে উৎসব, মৃত্যুশোক, মেহমান আগমনের রীতিনীতি, খাওয়াদাওয়ার রীতিনীতি সম্পর্কে জানতে চাইলে নিঃসন্দেহে চলচ্চিত্রটি অনবদ্য উপাদেয় হিসেবে বিবেচিত হতে বাধ্য। তবে চলচ্চিত্রটির প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। উপভোগের মানসে নিজেকে দর্শকের আসনে বসাতে হবে। হয়তো কবি সোহরাব সেপেহরি’র কবিতা পাঠ সহজ মনে হতে পারে; কিন্তু এর বিষয়গুলো আমলে নিয়ে আদেশ পালন কঠিন। অনেকেই এই চলচ্চিত্রটি সোহরাব সেপেহরি’র ‘ইয়ে হাব্বে ক্বান্দ’ (এক টুকরো চিনি) কবিতার সঙ্গে সম্পর্ক করেছেন; অথচ এই চলচ্চিত্রটির সঙ্গে কবিতাটির কোনো সম্পর্ক নেই। এমনটি ধারণা করা পুরোপুরি ভুল হবে বলেও মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা।
চলচ্চিত্রটি দেখে প্রথমেই যে ধারণাটি বোদ্ধারা পাবেন, সেটি হচ্ছে পরিচালক মির কারিমি বোধহয় সূচনায় একটি সূচক শব্দ ব্যবহার করেছেন, যার শিরোনাম আমরা দিতে পারি, ‘ইরানি পরিবারপ্রথার বর্তমান হালচাল’।