শাহরিয়ার বাহরানি নবি-রাসুলদের জীবন ও কর্ম নিয়ে চলচ্চিত্র নির্মাণে দক্ষতার পরিচয় দেন। ধর্মীয় ইতিহাস নিয়ে সিনেমা নির্মাণ করতে হলে বিশদ পড়াশোনার দরকার। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সমকালীন ও ঐতিহাসিক প্রেক্ষাপট- কেন্দ্রিক সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। ধর্মীয় ইতিহাসকেন্দ্রিক সিনেমাগুলোতে সিকুয়েন্স নির্মাণে যথেষ্ট সতর্ক থাকতে হয়। এ ক্ষেত্রে বাহরানি নিঃসন্দেহে সফল পরিচালক হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আশা করছি কিংডম অব সোলায়মান (মুলকে সোলায়মান) চলচ্চিত্রটির সংলাপ পাঠ করে বিজ্ঞ পাঠক সিনেমাটি দেখার আনন্দ আরও বহুগুণে উপভোগ করবেন।
মুমিত আল রশিদ এর জনপ্রিয় বইগুলো এখন ডিস্কাউন্টে কিনুন। অর্ডার করে আপনার সংগ্রহ সমৃদ্ধ করুন এবং চমৎকার সাহিত্যকর্মের অংশীদার হোন! আজই সংগ্রহ করুন আপনার কপিটি।