কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের গল্পে নকশার ন্যায় পরিবর্তিত জীবনের যে রূপরেখা লুকায়িত তা ধরা পড়েছে এ বইয়ে। জীবনের অনিশ্চিয়তা, অস্থিরতা এবং জীবনছকে সকলেই যে দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণ করে তার শেষ পরিণতি গল্পের ভাষ্য হয়ে পাঠকের মাঝে উঠে আসে। ক্যালাইডোস্কোপিক এক মানবজীবন বয়ে বেড়াই আমরা সবাই। সেই মানবজীবনের বহুবিচিত্রতা সদা নাড়া দিয়ে যায় আমাদের, আর বহমান জীবনের গল্প কোনোদিন পুরানো হয় না।