ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে মুসলমানদের বিপুল রক্ত লেগে আছে।
কিন্তু প্রথাগত ইতিহাসে তার স্বীকৃতি খুবই কম। তথাকথিত অনেক সত্যনিষ্ঠ ঐতিহাসিকও যেন সচেতনভাবে মুসলমানদের অবদানকে অস্বীকার কিংবা তুচ্ছ করে তাদের বইপুস্তক প্রণয়ন করেছেন। এটা মূলত ইতিহাসেরই অপমান কারণ ইতিহাসে যার যা প্রাপ্য তা তাকে দিতেই হবে।
বাংলাদেশের প্রখ্যাত অনুবাদক ও গবেষক আনোয়ার হোসাইন মঞ্জু এবার বিশাল পরিসরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে এ অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের অবদানকে সূচিবদ্ধ করার প্রয়াস চালিয়েছেন। এই বই মূলত ভারতের ইতিহাসের একটি বিশেষ অধ্যায়, একইসঙ্গে মুসলিম ইতিহাসেরও গৌরবোজ্জ্বল পর্ব।
ব্যাপক পঠন, অনুসন্ধান, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি প্রাসঙ্গিক অনুবাদকর্মের সন্নিবেশে 'মুসলমানদের রক্তে লেখা ভারতের স্বাধীনতা’ হয়ে ওঠেছে এক অসাধারণ গ্রন্থ, যেখানে ভারতীয় ও বাঙালি মুসলমান তাঁর রক্তঝরা সোনালি অতীতের সন্ধান পাওয়ার পাশাপাশি সর্বস্তরের পাঠক পাবেন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের পূর্ণাঙ্গ পাঠের পরিসর।
ইতিহাসের সচেতন বিকৃতি এবং উন্নাসিকতার বিরুদ্ধে আনোয়ার হোসাইন মঞ্জুর এই বই এক সোচ্চার প্রতিবাদ এবং একইসঙ্গে নতুন যুগের গবেষকদের জন্য এক সাহসী সন্দর্ভ।
আনোয়ার হোসাইন মঞ্জু এর অনবদ্য গল্প ও প্রবন্ধের সংগ্রহ থেকে আপনার পছন্দের বইটি কিনুন। তার লেখা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা দেবে, আজই সংগ্রহ করুন!