তাজা হাওয়া, শ্যামল ফসল আর মনোহর ঝরনার আকাঙ্ক্ষার কিরণ
এখানেই মুসাফির পৌঁছে এখন ভাবতে শুরু করেছে :
‘দুঃস্বপ্ন তো ছিল না সেটা?
দুঃস্বপ্ন তো ছিল না সেটা?’
***
নূন মীম রাশিদ (১৯১০-১৯৭৫) আধুনিক উর্দু কবিতার অগ্রণী কবিদের একজন। তার কবিতায় অঙ্কিত হয়েছে আধুনিক মানুষ এবং পুরনো দুনিয়ার সংঘর্ষ। উর্দুতে মিলবিন্যাসহীন আধুনিক গদ্য কবিতার দিশারি শিল্পী হয়ে উঠেছিলেন তিনি।