বঙ্কিমচন্দ্রের জন্ম-শতবর্ষ উপলক্ষ্যে রবীন্দ্রনাথের এই কবিতা রচনা। রবীন্দ্র-জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় জানাচ্ছেন, ‘কবি যখন কালিম্পঙে, সেই সময় বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে বঙ্কিম-শতবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়; তদুপলক্ষে কবিপূর্বাহ্ণে একটি কবিতা লিখিয়া পাঠাইয়া দিয়াছিলেন, তাহা ১০ আষাঢ় (১৩৪৫ \ ২৫ জুন ১৯৩৮) সভায় পঠিত হয়। সুতরাং কবিতাটি নিশ্চয়ই কয়েকদিন পূর্বে রচিত হইয়াছিল’। কবিতাটি প্রথম প্রকাশিত হয় সজনীকান্ত দাশ সম্পাদিত ‘শনিবারের চিঠি’ পত্রের আষাঢ় ১৩৪৫ সংখ্যায়। পরের মাসেই প্রকাশিত হয় ‘প্রবাসী’র শ্রাবণ ১৩৪৫ সংখ্যায়।
বদিউর রহমান এর অসাধারণ বইগুলো এখনই অর্ডার করুন। তার চিন্তাভাবনা ও লেখনী আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে! দেরি করবেন না, আজই কিনুন।