চিরায়ত বা ধ্রæপদী কাব্যতত্ত¡ বা সাহিত্যতত্তে¡র ধারা সুদীর্ঘ কালের। আনুমানিক খ্রিষ্টপূর্ব চারশত বছরের বেশি সময় ধরে এই ধারা প্রবহমান। গ্রিক পণ্ডিত এরিস্টটল রচিত ‘পোয়েটিকস’-কে ধরা হয় বিধিবদ্ধ সাহিত্যতত্ত¡ালোচনার সূচনা। এরিস্টটলই প্রথম সাহিত্য বা কাব্যতত্তে¡র বিষয়-আশয় পুঙ্খানুপুঙ্খ বিচার করে লিখিতরূপে উপস্থাপন করেছেন। এরপর এই সাহিত্যতত্ত¡ালোচনা গ্রিসের সীমানা অতিক্রম করে ইতালির সীমানায় পৌঁছেছে। ইতালির হোরেস ও লঙ্গিনাসের হাতে এই তত্ত¡ালোচনার নতুন দিগন্তের সূচনা হয়েছে।
বদিউর রহমান এর অসাধারণ বইগুলো এখনই অর্ডার করুন। তার চিন্তাভাবনা ও লেখনী আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে! দেরি করবেন না, আজই কিনুন।