রবীন্দ্রনাথ মূলত কবি, প্রধানত কবি। এর বাইরে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সকল শাখায় সার্থক পদচারণা এবং নানা বিষয়-আশয় নিয়ে নানা পরীক্ষানিরীক্ষার মধ্যদিয়ে নতুন নতুন স্বরূপ উন্মোচন তাকে সার্বভৌমত্বে উপনীত করেছে। রবীন্দ্রনাথ রচিত নাটকের সংখ্যা পঞ্চাশ। এই পঞ্চাশ নাটকের আছে নানা শ্রেণিভেদ। গীতিনাট্য, নৃত্যনাট্য, কাব্যনাট্য, গদ্য নাটক যেমন আছে, তেমনি আছে প্রহসন, ট্র্যাজেডি, আছে সাংকেতিক নাটক ও রূপক নাটক। কোনো কিছুই বাদ যায়নি রবীন্দ্রনাট্যধারা থেকে।
'বিসর্জন' রবীন্দ্রনাথ রচিত অষ্টম নাটক। 'বিসর্জন' কাব্যনাট্য। দ্বন্দ্বসংঘাতে উজ্জীবিত নাটক 'বিসর্জন'। সাধারণভাবে বলা যায়, ধর্মীয় অন্ধত্ব-বিরোধী এই নাটক। দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ- এই মনুষ্যত্ব বিরোধী ভাবধারা থেকে রবীন্দ্রনাথের অবস্থান অনেক অনেক দূরে। তারই দৃঢ় উচ্চারণ ধ্বনিত হয় 'বিসর্জন'-এর ছত্রে ছত্রে।
নানা নাট্যগুণের সমাহার এই 'বিসর্জন'। কাহিনি-বিন্যাস ও ঘটনাপ্রবাহের চমৎকারিত্ব 'বিসর্জন' সহজেই পাঠককে কাছে টেনে নেয়। অভিনয়ে সৃষ্টি করে দুর্বার মোহ। সবদিক দিয়ে 'বিসর্জন' রবীন্দ্রনাথের এক অনন্য সৃষ্টি। সেই অনন্যতার দ্বারে পৌঁছে দিতে পারে বর্তমান গ্রন্থ।
বদিউর রহমান এর অসাধারণ বইগুলো এখনই অর্ডার করুন। তার চিন্তাভাবনা ও লেখনী আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে! দেরি করবেন না, আজই কিনুন।