বিশ্বখ্যাত
দার্শনিক প্লেটোর জন্ম এথেন্সে। প্লেটোর জন্মের সঠিক তারিখ জানা যায়নি- তবে তিনি যে
খ্রিষ্টপূর্ব ৪২৮ থেকে ৩৪৮ পর্যন্ত প্রায় আশি বছর বেঁচে ছিলেন তা প্রায় সর্বজনবিদিত।
প্লেটোর শিক্ষা লাভ সক্রেটিসের কাছে। প্লেটো রাজনীতির সঙ্গে জড়িত না হয়ে দর্শন চর্চায়
আত্মনিয়োগ করেন। তাঁর খ্যাতিমান গ্রন্থ 'রিপাবলিক'। 'রিপাবলিক' মূলত রাজনীতি বিষয়ক
গ্রন্থ। এর বাইরে 'রিপাবলিক'-এ উঠে এসেছে দুনিয়ার হাজারো বিষয়। শিল্প-সাহিত্য, কাব্য-কলা
কোনো কিছুই বাদ যায়নি তাঁর ভাবনা থেকে।এরিস্টটলকে সাহিত্যতত্ত্বের গুরু বলা হলে প্লেটোকে
বলতে হয় গুরুর গুরু। অথচ প্লেটোর কাব্যভাবনা বা সাহিত্যতত্ত্ব নিয়ে বাংলা ভাষায় এযাবৎ
তেমন কোনো কাজ হয়নি। ফলে প্লেটোর কাব্যভাবনা বা সাহিত্যতত্ত্বে আগ্রহী পাঠক বিষয়টি
থেকে দূরেই থেকে গেছেন। অন্যদিকে কথিত কাব্য বা কবি বিরোধী প্লেটো যে কবিতা লিখেছেন-
এ তথ্য আমাদের অজানাই থেকে গেছে দীর্ঘকাল।প্লেটোর বিশ্বখ্যাত পুস্তক 'রিপাবলিক'। 'রিপাবলিক'
গ্রন্থে উচ্চারিত কাব্যভাবনার বাংলা ভাষান্তর বর্তমান গ্রন্থ; এর সঙ্গে যুক্ত হয়েছে
প্লেটো রচিত এগারোটি কবিতার বাংলা রূপান্তর।
এই
গ্রন্থ পাঠকের কাছে এক নতুন প্লেটোকে উন্মোচন করবে।
বদিউর রহমান এর অসাধারণ বইগুলো এখনই অর্ডার করুন। তার চিন্তাভাবনা ও লেখনী আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে! দেরি করবেন না, আজই কিনুন।