মঞ্জু কাপুরের জন্ম পাঞ্জাবের অমৃতসরে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। দেশভাগের পটভূমিতে একটি পরিবারের দায়িত্বশীল ও মার্জিত রুচিসম্পন্ন তরুণীর শিক্ষার প্রতি অদম্য স্পৃহা এবং বিবাহিত এক কলেজ শিক্ষকের সঙ্গে তার অবৈধ প্রেমের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব ও তার বিক্ষিপ্ত বিধ্বস্ত হয়ে পড়ার কাহিনির ওপর ভিত্তি করে তিনি লিখেছেন 'ডিফিকাল্ট ডটার্স'। গবেষণাধর্মী উপন্যাসটি লিখতে তাঁর দীর্ঘ পাঁচ বছর লেগেছে এবং তাঁর পরিশ্রম সফল হয়েছে। 'ডিফিকাল্ট ডটার্স' দীর্ঘ সময় ধরে ভারতে 'বেস্টসেলার' বইয়ের তালিকাভুক্ত ছিল।
উপন্যাসের প্রধান চরিত্র বীরুমতি। অমৃতসরের উঁচু মর্যাদাসম্পন্ন, উদার মানসিকতার সচ্ছল পরিবারে তার জন্ম। সে প্রেমে পড়ে এক বিবাহিত কলেজ শিক্ষক হরিশের। তিনি বীরুমতির পরিবারেরই এক অংশের ভাড়াটে ছিলেন। এই প্রেমের ঘটনা বীরুমতির পরিবারকে বিপর্যস্ত ও মর্যাদাহীন করে তোলে। সে নিজে স্বাধীনতার জন্য লড়ছিল, ব্যক্তিগত স্বাধীনতা। তখন ব্রিটিশের কবল থেকে দেশকে মুক্ত করার আন্দোলনও চলছিল। শেষ পর্যন্ত দুটো স্বাধীনতাই অর্জিত হয় এবং দুটোই ছিল বেদনাদায়ক।