সংক্ষেপে এই বই
হে তুমি প্রকৃতির সুন্দর লজ্জাবতী
স্পর্শে তোমার এমন কী ক্ষতি
তোমার রাজ্যে তুমি স্বাধীন থাকো
স্পর্শ পেলেই লজ্জায় তোমার আসল রূপ ঢাকো।
তোমার রূপ যৌবনে ফুটে কত সুন্দর ফুল
তোমাতে মুগ্ধ হয়ে করি একটু ভুল
ভালোবেসে তোমার অঙ্গে ছুঁয়ে দিতে চাই
লজ্জায় তুমি জড়সড় হয়ে যাও তাই।
তোমার মতো লজ্জিত হয় না তো কেউ
পৃথিবীর বুকে আজ চলে নির্লজ্জের ঢেউ
চোখের লজ্জা মুখের লজ্জা হয়ে গেছে শেষ
সব লজ্জার মাথা খেয়ে চলছে সবাই বেশ।
লজ্জায় লজ্জিত প্রকৃতির সব কিছু
তবুও লজ্জাহীন করে না তো মাথা নিচু
সকল নির্লজ্জতায় লজ্জা নিজেই লজ্জিত
অপকর্মের অলংকারে নির্লজ্জ আজ সুসজ্জিত।
হে তুমি প্রকৃতির সুন্দর লজ্জাবতী
স্পর্শে তোমার এমন কী ক্ষতি
তোমার রাজ্যে তুমি স্বাধীন থাকো
স্পর্শ পেলেই লজ্জায় তোমার আসল রূপ ঢাকো।
তোমার রূপ যৌবনে ফুটে কত সুন্দর ফুল
তোমাতে মুগ্ধ হয়ে করি একটু ভুল
ভালোবেসে তোমার অঙ্গে ছুঁয়ে দিতে চাই
লজ্জায় তুমি জড়সড় হয়ে যাও তাই।
তোমার মতো লজ্জিত হয় না তো কেউ
পৃথিবীর বুকে আজ চলে নির্লজ্জের ঢেউ
চোখের লজ্জা মুখের লজ্জা হয়ে গেছে শেষ
সব লজ্জার মাথা খেয়ে চলছে সবাই বেশ।
লজ্জায় লজ্জিত প্রকৃতির সব কিছু
তবুও লজ্জাহীন করে না তো মাথা নিচু
সকল নির্লজ্জতায় লজ্জা নিজেই লজ্জিত
অপকর্মের অলংকারে নির্লজ্জ আজ সুসজ্জিত।