সব্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দের স্মৃতিকথা ‘স্মৃতির নোটবুক’। তাঁর অজ¯ ধারার রচনার মধ্যে এ গ্রন্থ একবারেই আলাদা। এর কারণ বোধহয় এই যে নিজের ও তাঁর সময়ের স্মৃতি নিয়ে এর আগে তিনি লেখেননি কখনো। সমকালীন সাহিত্য-জগতের সবচেয়ে বর্ণাঢ্য ব্যক্তিত্ব হচ্ছেন তিনি। যেমন তিনি পেয়েছেন বিপুল প্রশংসা, তেমনি তাঁকে ঘিরে তৈরি হয়েছে বহু বিতর্ক। ‘স্মৃতির নোটবুকে’ ধরা থাকল তাঁর সময়ের সেইসব স্মৃতি, যা আমাদের সাহিত্যের ইতিহাসের অনিবার্য অংশ।