খুশবন্ত সিংয়ের লেখনী তাঁর শত্রু ও মিত্র- দুই-ই সৃষ্টি করেছিল। তাঁর লেখার মূল বৈশিষ্ট্য, তিনি কারো মুখের দিকে তাকিয়ে লেখেননি। তাঁর লেখার ক্ষেত্রও ছিল ব্যাপক। রাজনীতির চুলচেরা বিশ্লেষণ থেকে চটুল বিষয় নিয়ে তিনি লিখেছেন সমান দক্ষতায়।
পাকিস্তানের ওপর কোনো কিছু লিখতে খুশবন্ত সিং বরাবর তাঁর আবেগকে প্রাধান্য দিয়েছেন। যে ভূখণ্ডটি এখন পাকিস্তান, সেখানে তাঁর জন্ম এবং সারাজীবন তিনি শেকড় উপড়ানোর যন্ত্রণা অনুভব করেছেন। তিনি আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করতেন যে দুটি দেশকে কখনো সীমান্ত, যুদ্ধ ও রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে বিভক্ত করা যায় না। উভয় দেশের সংকট-মুহূর্তে তিনি পাঠককে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করেছেন যে দুই দেশের জনগণের মধ্যে এখনো বিপুল ভালোবাসা, শুভেচ্ছা ও সহমর্মিতা বিদ্যমান।
খুশবন্ত সিংয়ের লেখার এই সংকলন 'ম্যালিসিয়াস গসিপ' শুধু পাকিস্তানের ওপর তাঁর লেখা নিবন্ধের সংগ্রহ নয়। আরো বিচিত্র স্বাদের নিবন্ধ স্থান পেয়েছে এতে। খুশবন্ত সিংয়ের লেখা সমসাময়িকতার ঊর্ধ্বে। তাঁর যেকোনো লেখা স্থান ও কালের ঊর্ধ্বে উপভোগ্য।